ভালো খাবো ভালো থাকবো !

ঘরের রান্নার সাধই আলাদা , খেতেও স্বস্থ্যকর। তাই বাইরের খাবার বর্জন করি নিজের রান্না নিজেই করি!

আজকের রান্না

রান্নার হাত ভালো যার প্রশংসা কুরায় সে মুখে সবার !

রাধক কতে হলে অবশ্যই রান্নার খারাপ মন্তব্য শুনেও স্থির থাকার মনোভাব থাকতে হবে।

রান্না হলো শিল্পের মতো, শিল্পী হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে।

রান্না যদি ভালো হয় তাহলে তার প্রশংসা দশ বছর পরেও হয়ে থাকে।

সুন্দর রান্না করতে অনেক সময় ও কষ্ট হয়, কিন্তু তা খাওয়ার সময় যে শান্তি পাওয়া যায় তা বলে বোঝানোর মতো নয়।

যে রাঁধে সে নাকি চুলও বাঁধে- এইটা আমার কাছে একদমই অমূলক কথা।

রান্না করতে কার না ভালো লাগে? যদি সে রান্নার প্রশংসা সবাই করে।

রান্না পৃথিবির সবচেয়ে ধৈর্য্যশীল কাজ গুলোর মধ্যে অন্যতম।